নোয়াখালী সদর হাসপাতালে প্রথমবারের মতো পেট না কেটে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের সার্জারি বিভাগে এ অপারেশনটি পরিচালিত হয়। এই ব্যবস্থা রোগীদের জন্য কম ব্যথাদায়ক ও দ্রুত সেরে ওঠার সুযোগ প্রদান করে।
নোয়াখালী সদর হাসপাতালের চিকিৎসকগণ ঐতিহাসিক এই সফলতা অর্জন করে চিকিৎসা ক্ষেত্রে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
https://medivoicebd.com/article/33532/নোয়াখালী-সদর-হাসপাতালে-পেট-না-কেটে-প্রথম-হার্নিয়া-অপারেশন